ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ দিনের ছুটিতে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৩, মার্চ ১৭, ২০১৯
২ দিনের ছুটিতে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ   হিলি স্থলবন্দর

দিনাজপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে টানা দুই দিনের ছুটিতে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলানিউজকে জানান, রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং সোমবার (১৮ মার্চ) ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দু’দিন সরকারি ছুটি রয়েছে।

তাই এ বন্দর দিয়ে দুই দেশের ব্যবসায়িরা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন।

দুই দিনের বিরতি শেষে মঙ্গলবার(১৯ মার্চ) থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে ছুটির দুই দিন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০০ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।