আগামী ২১-২৪ মার্চ শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
২১ মার্চ বিকেল ৩টায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে পার্বত্য মেলার উদ্ভোধন করবেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এএইচএম জুলফিকার আলী জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোবাইল এসএমএস, পোস্টার, ফেস্টুন ও বিজ্ঞাপনের মাধ্যমে মেলার সার্বিক দিক সম্পর্কে জনসাধারণকে সম্যকভাবে অবহিত করা হচ্ছে বলেও জানান জুলফিকার।
পার্বত্য মেলা যথাযথভাবে পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, আরণ্যক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব সার্বিক সহযোগিতা করছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমআইএইচ/জেডএস