মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা ২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের প্রধানমন্ত্রীর চাওয়া দেশের বেসরকারি খাত নিজ উদ্যোগে আরও ভালোভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে ছোট-বড় সব রকমের উদ্যোক্তাদের কারণে। এখন বিশ্বের নানা দেশ আমাদের এগিয়ে যাওয়া নিয়ে প্রশংসা করেন। তবে যেসব ব্যবসায়ী-উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিতে ট্যাক্স দিচ্ছেন তাদেরও সম্মানিত করা দরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশ একটা ভালো অবস্থানে এসেছে, এর পেছনে বড় ভূমিকা রাজস্ব খাতের। গণমাধ্যমসহ সবাইর চাওয়া রাজস্ব বাড়ানো। এনবিআর রাজস্ব বাড়াতে সবাইকে উৎসাহিত করছে। কারণ, দেশকে আরও এগিয়ে নিতে চাইলে রাজস্ব বাড়াতে হবে।
বিআইডিএস’র মহাপরিচালক ড. খান আহমেদ সাঈদ মুরশিদ বলেন, দেশের মধ্যে অনেক প্রতিভাবান ব্যক্তি আছেন যারা অনেক ভালো কাজ করেন, যেগুলো লোকচক্ষুর আড়ালে থাকে। আমরা উদ্যোক্তা খুঁজতে এ ধরনের প্রতিভাবান ব্যক্তিদের আনার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে তিন সেরা উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন— অনলাইনে বই বিক্রেতা প্রতিষ্ঠান রকমারি.কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আজিজুল রিসাইক্লিং অ্যান্ড ই ওয়েস্ট কোম্পানি লিমিটেডের সত্বাধিকারী আবুল কালাম আজাদ এবং মুনলাইট পেট ফ্লাক্স অ্যান্ড পেট স্টিপ ইন্ডাস্ট্রিজের সত্বাধিকারী হাবিবুর রহমান জুয়েল। তাদের প্রত্যোককে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও তিন লাখ টাকার চেক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শীর্ষ ব্যবসায়ী তপন চৌধুরী, বাংলানিজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ইএআর/এমজেএফ