মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের কুটুম বাড়ি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় ৬০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা আইডিবির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী বোরহান উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শামসুল আলম, এন এ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. ফিরোজ শুভ, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী মারুফ বিল্লাহ।
এ সময় বসুন্ধরা সিমেন্টে নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তারা বলেন, ধারাবাহিক গুনগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মাসেতু নির্মাণ, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়ক, মেট্টোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, রাজধানীর কালশী ফ্লাইওভার প্রকল্প, রুপসা রেলসেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ্য করেন।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট চট্টগ্রাম উইং সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, কুমিল্লা বিভাগের ডিএসআই সিদ্দিকী, চাঁদপুর অঞ্চলের এ এস এম আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআর/আরআইএস/