ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তীব্র গরমে বাড়ছে এসি-ফ্রিজ বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
তীব্র গরমে বাড়ছে এসি-ফ্রিজ বিক্রি শোরুমে বিক্রির জন্য রাখা এয়ার কন্ডিশনার। ছবি: বাংলানিউজ

ঢাকা: কয়েকদিনের তাপদাহে জনজীবন অতিষ্ঠ। গরমে প্রকোপ দিন দিন বাড়ছে। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও ফ্রিজের। 

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর বেশকয়েকটি ইলেকট্রনিক্স কোম্পানির শো-রুমের ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

তারা জানান, তীব্র গরমের কারণে এসির চাহিদা সব থেকে বেশি।

পাশাপাশি ফ্রিজ ও এয়ার কুলারও ভালোই বিক্রি হচ্ছে।

রাজধানীর বাংলামটর এলাকার সিঙ্গার শোরুমের ম্যানেজার আসলাম হোসেন বাংলানিউজকে জানান, এক সময় এসি ছিল বিলাসী পণ্য। তবে এখন এসি আর বিলাসিতার পণ্য নয়, প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। বর্তমানে এসি বিক্রি বেড়েছে। প্রতিদিন ১০টার বেশি এসি বিক্রি হচ্ছে।  

ধানমন্ডি- ২৭ নম্বরে হায়ারের শোরুমের সেলস ইনচার্জ এম এ সাত্তার রাজু বাংলানিউজকে বলেন, গরম বাড়লে আমাদের এসি বিক্রিও বাড়ে। কয়েকদিন আগে যেখানে দিনে দুই থেকে তিনটি এসি বিক্রি হতো না এখন সেখানে ১২ থেকে ১৫টা এসি বিক্রি হচ্ছে। আশাকরি বিক্রি আরও বাড়বে।  
 
যাত্রাবাড়ী থেকে কারওয়ান বাজারে জেনারেল অ্যান্ড শার্পের শোরুমে এসি কিনতে এসেছেন ফরহাদ হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, সারাদিন শেষে বাসায় একটু আরাম করবো, তীব্র গরমের কারণে তা পারি না। সেজন্যই এসি কিনতে আসা।  

সনি র‌্যাংসের লালমাটিয়া শাখার ইনচার্জ কেএম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে এসি ও ফ্রিজ। তীব্র গরমে এসি বিক্রি বেড়েছে, আরও বাড়বে যদি এমন গরম থাকে।  

পান্থপথ এলাকার ওয়ালটন শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসি দিতে পারছি না। শনিবার ২০টি এসির চাহিদা আছে। সবগুলো দিতে পারবো কি না বলা যাচ্ছে না।
          
ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে কোম্পানিগুলো দিচ্ছে নানা রকম ছাড়, এক্সচেঞ্জ অফার, ক্যাশ ভাউচারসহ বিভিন্ন গিফট।  

এদিকে দিন দিন গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।  গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবার হাঁসফাঁস অবস্থা।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, শুক্রবার (২৬ এপ্রিল) তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় সেখানে তীব্র গরম কিছুটা কমেছে। তবে শনিবার ঢাকার তাপমাত্রা কিছুটা কম বেশি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।