ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকার চারপাশে রেললাইন নির্মাণের চুক্তি সই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, এপ্রিল ৩০, ২০১৯
ঢাকার চারপাশে রেললাইন নির্মাণের চুক্তি সই  রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নিরীক্ষা চুক্তি সই করছেন কর্মকর্তারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকার চারপাশে রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও নিরীক্ষা চুক্তি সই হয়েছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর রেলভবনে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেলওয়ে, চায়না রেলওয়ে সিউয়িং সার্ভে, ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড চায়না, বেটস কনসাল্টিং সার্ভিস লিমিটেড বাংলাদেশ ও ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভাইজার লিমিটেড বাংলাদেশ যৌথভাবে এ চুক্তি সই করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও চায়না রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, প্রায় দুই কোটি লোক ঢাকা শহরে বসবাস করে। ঢাকার ভেতরে মানুষ মেট্রোরেলে চলাচল করবে। ঢাকার চারপাশে চলাচলের জন্য সার্কুলার ট্রেন অপরিহার্য হয়ে উঠেছে।

ঢাকার চারপাশে গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আউটার সার্কুলার ট্রেন চলাচল করবে বলে জানান আয়োজকরা।

এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সময় ধরা হয়েছে ১ মে ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত। মোট ব্যয় হবে ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশের সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরকেআর/একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।