ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তম চর্চার পুরস্কার পেলো জেরিন প্ল্যান্টেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
উত্তম চর্চার পুরস্কার পেলো জেরিন প্ল্যান্টেশন পুরস্কার নিচ্ছেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা, ছবি: সংগৃহীত

ঢাকা: পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে উৎপাদন ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় উত্তমচর্চার স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে পুরস্কার পেলো জেরিন প্ল্যান্টেশন।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা, জিএমটিই।

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যাচাইকৃত মাপকাঠির মাধ্যমে শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।

পোশাকশিল্পের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ৭ সদস্য, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ৫ সদস্য, ওষুধ শিল্পের ৩ প্রতিষ্ঠান, চামড়া শিল্পের ৩ প্রতিষ্ঠান, চা শিল্পের ৩ প্রতিষ্ঠান ও পাটশিল্পের ৩ প্রতিষ্ঠান এবারের শুদ্ধাচার চর্চার পুরস্কার অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।