ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে ব্যবসা গতিশীল হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২, ২০১৯
আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে ব্যবসা গতিশীল হবে

ব্রাহ্মণবাড়িয়া: ‘স্থলপথ দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করছে। ব্যবসাও ভালো চলছে। আর আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীলতা লাভ করবে।’

বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, রেললাইন তৈরি তো দু’দিনের কাজ না।

এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। ভারত ও বাংলাদেশ সরকারের কারিগরি দল বিষয়টি তদারকি করছেন। আমি নিশ্চিত এটা একটা ভালো প্রোজেক্ট হবে।

এসময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খাঁন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।