কোম্পানিটি এ পর্যন্ত এ তহবিলে ১০ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা জমা দিয়েছে। নেসলে বাংলাদেশ ২০০৯ সাল থেকে তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়ে আসছে।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে চেক তুলে দেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহা-পরিচালক ড. আনিসুল আওয়াল, নেসলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর কোম্পানিটি লাভের নির্দিষ্ট অংশ এক কোটি ৫৬ লাখ ২ হাজার ৩০০ টাকার চেক হস্তান্তর করে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত নেসলে বাংলাদেশসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৭, ২০১৯
জিসিজি/আরবি/