হঠাৎ করে এমন দাবি করায় মঙ্গলবার (৭ মে) অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ ঘোষণা করা হয়।
ফেডারেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পাথর ও বালি লোড-আনলোডে সেপটি প্রতি দুই টাকা ৪০ পয়সা করে নিয়ে থাকতো।
ব্যবসায়ীরা একমত হতে না পেরে ফেডারেশনে জানালে মাইকিং বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। পরে আলোচনায় বসা হলে ফেডারেশনের সঙ্গে তারা একমত না হয়ে আলোচনা থেকে উঠে চলে গেলে অনির্দিষ্টকালের পাথর ও বালি লোড-আনলোড বন্ধ করে দেয়।
পঞ্চগড় জেলা পাথর-বালি যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান বাংলানিউজকে বলেন, যেহেতু রমজান মাস চলছে তাই আমরা রমজানের পরে বসে একটি সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। কিন্তু মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসা হলে তারা ওই দিনেই সাড়ে ৩ টাকা করার দাবি করে আলোচনা থেকে উঠে যায়। এরই পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালি লোড-আনলোড বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জিপি