ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পঞ্চগড়ে পাথর-বালি লোড-আনলোড অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মে ৯, ২০১৯
পঞ্চগড়ে পাথর-বালি লোড-আনলোড অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

পঞ্চগড়: পাথর ও বালি লোড-আনলোডে সেপটি প্রতি দুই টাকা ৪০ পয়সার পরিবর্তে সাড়ে ৩ টাকা দাবি করায় অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ ঘোষণার ডাক দিয়েছে পঞ্চগড় জেলা পাথর-বালি যৌথ ফেডারেশন।

হঠাৎ করে এমন দাবি করায় মঙ্গলবার (৭ মে) অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ ঘোষণা করা হয়।

ফেডারেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পাথর ও বালি লোড-আনলোডে সেপটি প্রতি দুই টাকা ৪০ পয়সা করে নিয়ে থাকতো।

গত কিছুদিন ধরে কাউকে না জানিয়ে হঠাৎ করে পাথর ‌ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৩ টাকা নেওয়া শুরু করে। পরে ৫ মে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন একটি মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি এলাকায় ছড়িয়ে দেয়।  

ব্যবসায়ীরা একমত হতে না পেরে ফেডারেশনে জানালে মাইকিং বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। পরে আলোচনায় বসা হলে ফেডারেশনের সঙ্গে তারা একমত না হয়ে আলোচনা থেকে উঠে চলে গেলে অনির্দিষ্টকালের পাথর ও বালি লোড-আনলোড বন্ধ করে দেয়।

পঞ্চগড় জেলা পাথর-বালি যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান বাংলানিউজকে বলেন, যেহেতু রমজান মাস চলছে তাই আমরা রমজানের পরে বসে একটি সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। কিন্তু মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসা হলে তারা ওই দিনেই সাড়ে ৩ টাকা করার দাবি করে আলোচনা থেকে উঠে যায়। এরই পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালি লোড-আনলোড বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।