ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা চতুর্থদিনে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, মে ৯, ২০১৯
টানা চতুর্থদিনে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ শ্রমিকদের সড়ক অবরোধ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বকেয়া মজুরি এবং মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকেই নারায়ণগঞ্জের রাষ্টায়ত্ত দুইটি পাটকলের শ্রমিক এই বিক্ষোভ ও অবরোধ শুরু করেন।

এর আগের তিনদিনও তারা এই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ  করেন।

এই বিক্ষোভে রাষ্ট্রায়ত্ত পাটকল লতিফ বাওয়ানী  জুটমিল এবং করিম জুট মিলের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ডেমরা স্টাফ কোয়ার্টার ও আশ-পাশের  এলাকায়  যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী সাধারণ মানুষ।

পাটকল শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় নয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে শ্রমিকদের। ফলে তাদের সন্তান পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে।

গত মাসে নয় দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকায় রাষ্টায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। এসময় সরকারের পক্ষ থেকে ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং ১৮ মে মাসের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

সরকারের সেই আশ্বাস বাস্তবায়ন না করার কারণে পাটকল শ্রমিকরা আবারও বিক্ষোভ করছেন বলে শ্রমিকরা জানান।    

আন্দোলনরত শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন ও রোজার ঈদের আগেই উৎসব-ভাতার দাবি জানান সরকারের কাছে।

বাংলাদেশের সময়: ১৩১২ ঘণ্টা, মে ০৯, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।