ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে ভাইব্রেন্টের ১৪তম শো-রুমের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১১, ২০১৯
যশোরে ভাইব্রেন্টের ১৪তম শো-রুমের যাত্রা শুরু

ঢাকা: এবার দেশের অন্যতম প্রাচীন জনপদ যশোরে যাত্রা শুরু করেছে জুতা ও লাইফস্টাইল পণ্যের ব্র্যান্ড ভাইব্রেন্ট। 

শুক্রবার (১০ মে) শহরের এইচ এম এম রোডে এ শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে গ্রাহকরা ২০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন।

এ নিয়ে সারাদেশে ১৪টি শো-রুম রয়েছে ভাইব্রেন্টের।      

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ ও মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন ও মার্কেটিং সাপোর্ট)  মো. কামরুল ইসলাম প্রমুখ।  

স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের নারী, পুরুষ ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুমগুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।  

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদারসামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইলসামগ্রী।  

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের সব আউটলেটে প্রায় ৯০০ ডিজাইনের জুতার কালেকশন রয়েছে বলে ইউএস-বাংলা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, শিগগির বিভাগীয় শহর রাজশাহীতে ভাইব্রেন্ট কার্যক্রম শুরু করবে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টারকার্ড গ্রহণ করা হয়। ইতোমধ্যে অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সব পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান তিনি।  

যশোরের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র এইচ এম এম রোডে ইউএস-বাংলা ফুটওয়্যারের অন্যতম ব্র্যান্ড ভাইব্রেন্টের শো-রুমে যেকোনো সেবা এ ০১৭১১ ৪০৬৮৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।