ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেসব ভেজাল পণ্যের তালিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
সেসব ভেজাল পণ্যের তালিকা

ঢাকা: নতুন করে বিএসটিআই-এর মান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত হাইকোর্ট রোববার (১২ মে) ৫২টি পণ্যের উৎপাদন, বিপণন বন্ধ এবং বাজারে থাকা পণ্যগুলো সরানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২ মে গত ৯ মে শিল্প মন্ত্রণালয়ে ‘পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন নিম্নমানের পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৩১৩টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এসব পরীক্ষায় ৫২টি অকৃতকার্য হয়েছে।
 
এ ৫২ পণ্যের মধ্যে রয়েছে- বিভিন্ন ব্র্যান্ডের সরিষার তেল, পানি, লাচ্ছা সেমাই, নুডলস, সফট ড্রিংক পাউডার, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, ঘি, মরিচের গুঁড়া, লাচ্ছা সেমাই, আয়োডিনযুক্ত লবণ, ময়দা, ফারমেন্টেড মিল্ক (দই), চানাচুর, বিস্কুট, সুজি, মধু, চিপসসহ আরো কিছু পণ্য।

পরে এসব পণ্যের উৎপাদন বন্ধ, বাজার থেকে অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।  

এসব পণ্যের মধ্যে রয়েছে--- 
সিটি অয়েল মিলের (ইউনিট-১) তীর ব্র্যান্ডের সরিষার তেল, গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিবি ব্র্যান্ডের সরিষার তেল, শবনম ভেজিটেবল অয়েলের পুষ্টি ব্র্যান্ডের সরিষার তেল, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের রূপচাঁদা ব্র্যান্ডের সরিষার তেল।

মিষ্টিমেলা ফুড প্রোডাক্টসের মিষ্টিমেলা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুটের মধুবন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ওয়েল ফুড অ্যান্ড বেভারেজের ওয়েল ফুড ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মেসার্স মধুবন অ্যান্ড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই, মেসার্স কিরণ ট্রেডার্সের কিরন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মেসার্স জেদ্দা ফুড ইন্ডাস্ট্রিজের জেদ্দা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মেসার্স অমৃত ফুড প্রোডাক্টসের অমৃত ব্র্যান্ডের লাচ্ছা সেমাই।

এসিআই সল্ট লিমিটেডের এসিআই ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের (ইউনিট-০২) মোল্লা সল্ট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজের মধুমতি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মেসার্স নিউ ঝালকাঠি সল্ট মিলসের  দাদা সুপার ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মেসার্স কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তিন তীর ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, লাকি সল্ট ইন্ডাস্ট্রিজের মদিনা ও স্টারশিপ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মেসার্স তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের তাজ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ এবং মেসার্স নূর সল্ট ইন্ডাস্ট্রিজের নূর ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।

আররা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আরা ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার, আল সাফি ড্রিংকিং ওয়াটারের আল সাফি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার, শাহরী অ্যান্ড ব্রাদার্সের মিজান ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার, মর্ণ ভিউ পিওর ড্রিংকিং ওয়াটারের মর্ণ ভিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার, আর আর ডিউ পিউরিফাইড ড্রিংকিং ওয়াটারের আর আর ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার, দিঘি ড্রিংকিং ওয়াটারের দিঘি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার এবং ডানকান প্রোডাক্ট লিমিটেডের ডানকান ব্র্যান্ডের ন্যাচারাল মিনারেল ওয়াটার।  

বনলতা সুইটস অ্যান্ড বেকারি বনলতা ব্র্যান্ডের ঘি এবং বাঘাবাড়ির স্পেশাল ঘি কোম্পানির বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘি।

ড্যানিশ ফুড লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের হলুদের গুঁড়া, তানভীর ফুড লিমিটেডের ফ্রেস ব্র্যান্ডের হলুদের গুঁড়া, মঞ্জিল ফুড অ্যান্ড প্রোডাক্টসের হলুদের গুঁড়া, সান ফুডের সান ব্র্যান্ডের হলুদের গুঁড়া, মেসার্স আব্বাস আলী মুদি দোকানের ডলফিন ব্র্যান্ডের হলুদের গুঁড়া।

এস এস কনজ্যুমার প্রোডাক্টসের পিওর হাটহাজারী ব্র্যান্ডের মরিচের গুঁড়া, মেসার্স আব্বাস আলী মুদি দোকানের ডলফিন ব্র্যান্ডের মরিচের গুঁড়া, মেসার্স রফিক স্টোরের সূর্য ব্র্যান্ডের মরিচের গুঁড়া।

শান্ত ফুড প্রোডাক্টসের টেস্টি, তানি ও তাসকিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার এবং জাহাঙ্গীর ফুড প্রোডাক্টসের প্রিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার।

ড্যানিশ ফুড লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের কারী পাউডার।

এছাড়া এই তালিকায় রয়েছে কাশেম ফুড প্রোডাক্টস লিমিটেডের সান ব্র্যান্ডের চিপস, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস (বিডি) লিমিটেডের ডুডল ব্র্যান্ডের নুডলস, এসিআই ফুড লিমিটেডের এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া, কে আর ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কিং ব্র্যান্ডের ময়দা, রূপসা ফুড প্রোডাক্টসের ফারমেন্টেড মিল্ক (দই), তাঈয়েবা ফুড প্রোডাক্টসের মক্কা ব্র্যান্ডের চানাচুর, ইমতিয়াজ ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসের মেহেদী ব্র্যান্ডের বিস্কুট, মেসার্স নিশিতা ফুডসের সুজি গ্রীনলেন মিল্ক প্রোডাক্টসের গ্রীনলেন ব্র্যান্ডের মধুসহ অনেক নামি-দামি ব্র্যান্ডের পণ্যও।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১২, ২০১৯
ইএস/এমএ/এইচএ/

** সেই ৫২ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।