সোমবার (১৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচাবাজারে ঝটিকা অভিযানে গেলে বাজারের চিত্র এভাবেই পাল্টে যায়।
মাত্র এক মিনিটের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৮০ টাকা থেকে নেমে আসে ৪২ টাকায়।
এরপর ম্যাজিস্ট্রেট জানান, আজকের নির্ধারিত দাম অনুযায়ী মরিচের দাম প্রতি কেজি ৪২ টাকা। মরিচ কেনার রশিদ দেখতে চাইলে সেটিও দেখাতে পারেননি দোকানি মাহবুব। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার অভিযান দলের উপস্থিতি আর অনুপস্থিতির মধ্যে পণ্যের দাম হেরফের হওয়ার বিষয়টি স্বীকার করে আতিকুল ইসলাম বলেন, কিছু দোকানে কাঁচামরিচের দাম ৬০ টাকা, কোথাও ৮০ টাকা। আমরা জানিয়েছি, কাঁচামরিচ ৪২ টাকায় বিক্রি হবে। আমরা থাকলে এক ধরনের দাম, না থাকলে আরেক দাম। কিন্তু নিয়ম হচ্ছে, আমরা যে দাম নির্ধারণ করে দিয়েছি, এর বাইরে কেউ পণ্যের দাম বাড়াতে পারবেন না। এমনটা যারা করছেন, আমরা তাদের ফাইন (জরিমানা) করছি।
‘কাঁচামরিচের দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাই আমাদের দেখে দোকানিরা পালিয়ে যাচ্ছেন। ’
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএইচএস/এএ