মঙ্গলবার (১৪ মে) শহরের গরুর বাজার এলাকায় খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, জেলার ১০টি খাদ্য গুদামে ১৫ হাজার ৬৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে।
এছাড়াও ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে তিন হাজার ৬৫৪ মেট্রিক টন বোরো ধান। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ বোরো সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে আজ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। দেশের মানুষকে ভাত না খেয়ে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল বিএনপি। আর বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের তিন বেলা খাবার নিশ্চিত করেছেন। তার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।
ভালো মানের বোরো ধান-চাল সংগ্রহ এবং সরবরাহে কৃষি কর্মকর্তা ও মিল মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যবসায়ী নেতা আব্দুর রহমান, জেলা পারিষদের সদস্য নূরুল আমীন ওসমান, হুমায়ুন কবির রেজা, মিজানুর রহমান মিজান, কাউন্সিলর জাহির মিয়াসহ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
জিপি