শনিবার (১৮ মে) রাজধানীর হোটেল রেডিসন ব্লুয়ের উৎসব হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পদ্মাসেতুর প্যানেল এক্সপার্ট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সাবেক সভাপতি প্রফেসর এমিরেটাস ড. এম শামীম জেড বসুনিয়া, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. আহসানুল কবির, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের (সাসেক) প্রকল্প পরিচালক কাজী শাহরিয়ার আলম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তারেক উদ্দিন, রাজউকের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন, বসুন্ধরা সিমেন্টের এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান আশিক, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের ম্যানেজার (ব্র্যান্ড) শামীম আল মামুন, ম্যানেজার (টেকনিক্যাল সার্পোট ইঞ্জিনিয়ার) কুদরতী এলাহী, এজিএম সফিকুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথি ও স্টেকহোল্ডাররা অংশ নেন।
ইফতারের আগমুহূর্তে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ১৮, ২০১
এসই/এমএ