ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ফিনটেক ইনোভেশনের চুক্তি 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এনআরবিসি ব্যাংকের সঙ্গে ফিনটেক ইনোভেশনের চুক্তি  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।

ঢাকা: ই-মার্কেটপ্লেস ‘ট্রেড অ্যাসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

শনিবার (২৫ মে) এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
  
এতে বলা হয়, সম্প্রতি ই-মার্কেটপ্লেস ‘ট্রেড এসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান কবীর আহমেদ ও ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুন্নেসা হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, ভিপি মো. আবু মোশাহীদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।