ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘নর’ ছড়িয়ে দিচ্ছে ‘স্পিরিট অব রমজান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৯
‘নর’ ছড়িয়ে দিচ্ছে ‘স্পিরিট অব রমজান’ ‘নর্’ ছড়িয়ে দিচ্ছে ‘স্পিরিট অব রমজান’

ঢাকা: বছর ঘুরে প্রতিবারই রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসে পবিত্র মাহে রমজান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সহমর্মিতার এ মাসেই চোখে পড়ে সবচেয়ে বড় বৈষম্য।

সারাদিনের রোজা শেষে সমাজের অনেক মানুষকেই বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসে ইফতার করতে দেখা যায়, অথচ সেই একই সময়ে আরও অনেকে আছেন যারা শুধুমাত্র একটু পানি বা খুব সামান্য কিছু দিয়ে ইফতার করে। রমজানে সহমর্মিতাই হোক সংযমের শিক্ষা।

তাই এই বৈষম্য দূর করে বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে ‘নর’র ‘স্পিরিট অব রমজান’।

বিদ্যানন্দ ফাউন্ডেশন ও প্রচেষ্টা ফাউন্ডেশন’র সঙ্গে সম্মিলিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে ডোনেট করা ইফতার বিতরণ করছে ‘নর’।

সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার পৌঁছে দিতে নর’র সঙ্গে ‘স্পিরিট অব রমজান’ এ অংশ নিতে পারবে সবাই, রেজিস্ট্রেশনের জন্য নর’র ফেসবুক পেজ-এ 'মেসেজ' বাটন এ ক্লিক করে সিলেক্ট করুন 'ডোনেট ফুড' অপশনটি, অথবা কল করুন ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে।

একজন একাধিকবার রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে সবার সুবিধার্থে ঢাকার যেকোনো ঠিকানায় এসে খাবার সংগ্রহ করবে ‘নর’।

এ রমজানে সহমর্মিতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সুবিধাবঞ্চিতদের জন্যও নিশ্চিত হোক খাবার ও বিশুদ্ধ পানি। এটাই হোক সবার স্পিরিট অব রমজান।

সোমবার (২৭ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।