ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫১, মে ২৮, ২০১৯
কুমিল্লায় বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল ইফতার মাহফিল, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা মহানগরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) মহানগরের সদর দক্ষিণ উপজেলার ফান টাউন পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান আশিক, ম্যানেজার (মার্কেটিং ফাংশন) সাইফুল ইসলাম রুবেল, এজিএম (ঢাকা উইং) খাইরুল ইসলাম, চট্টগ্রাম উইং ইনচার্জ মোহাম্মদ আলী খান, কুমিল্লা ডিভিশনের সেলস ম্যানেজার মাসুদুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া ইফতার মাহফিলে ডিলার, রিটেইলার, স্থানীয় প্রকৌশলীসহ পাঁচ শতাধিক অতিথি অংশ নেন। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।