ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পারসোনাকে এবার ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৯
পারসোনাকে এবার ৬ লাখ টাকা জরিমানা পারসোনার আমদানি করা পণ্যে নেই আমদানিকারক স্টিকার

ঢাকা: বিউটিফিকেশন প্রতিষ্ঠান পারসোনাকে ফের জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবার পারসোনা ও অঙ্গ প্রতিষ্ঠান পারসোনা অ্যাডামসকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও আফরোজা রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং দল এই জরিমানা করে।

এসময় ধানমন্ডি ২৭ নম্বরে বিউটিশিয়ান কানিজ আলমাসের মালিকানাধীন পারসোনায় আমদানিকারকের স্টিকারছাড়া কসমেটিকস ব্যবহারের প্রমাণ পান বাজার মনিটরিং দল।

 

এই অপরাধে পারসোনা বিউটি পার্লার ও পারসোনা অ্যাডামস পারলারকে ৩ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও একই অপরাধে পারসোনাকে জরিমানা করা হয়েছিল বলে গণমাধ্যমকে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।  

এছাড়া এদিন আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি কসমেটিক্স ব্যবহার করায় আর একটি প্রতিষ্ঠান আলভিরাস বিউটি কেয়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলানিউজকে বলেন, ধানমন্ডি-২৭ এলাকার পারসোনাসহ আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে বিপুল পরিমাণে কসমেটিক্স পেয়েছি যেগুলোর আমদানিকারকের কোনো স্টিকার নেই। কোন দেশের তৈরি তাও লেখা নেই। এখন কি করে বুঝবো পণ্যটি আসল না নকল।  

তিনি আরও বলেন, পারসোনার মতো একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের অনেক বিশ্বাস রয়েছে। গত বছর অভিযান চালিয়ে একই অপরাধে জরিমানা করা হয়েছিল।  

গত বছরের ১২ জুন বিদেশি পণ্য বলে রূপসজ্জায় নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারের দায়ে পারসোনাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পারসোনা উইমেনকে আড়াই লাখ এবং পারসোনা অ্যাডামসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।