ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ১০ দিন সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুন ১, ২০১৯
টানা ১০ দিন সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন ধরে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ জুন) থেকে সোমবার (১০ জুন) পর্যন্ত বন্ধ ঘোষণার সিদ্ধান্ত দিয়েছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ)।

সিঅ্যান্ডএফের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বাংলানিউজকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা ছুটিতে থাকায় বন্দরের কার্যক্রম কিছুটা বিঘ্ন হতে পারে।

এজন্য ১০ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী মঙ্গলবার (১১ জুন) থেকে সোনাহাট স্থলবন্দরে যথারীতি সব ধরনের আমদানি-রফতনি কার্যক্রম চলবে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফের সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল বাংলানিউজকে বলেন, সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই সবার সুবিধার জন্যই ১০ দিন স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আনা-নেওয়া বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।