ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চীন গেলেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জুন ১০, ২০১৯
চীন গেলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা: চীনের কুনমিংয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ এ যোগ দিতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চীনের ইউনান প্রদেশের গভর্নর রুআন চেংফায়ের আমন্ত্রণে তিনি এ ফোরামে যোগদান করছেন।

সোমবার (১০ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের কুনমিংয়ে ১২-১৮ জুন ‘সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার অ্যান্ড সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম-২০১৯’ অনুষ্ঠিত হচ্ছে।

সাইড ইভেন্ট হিসেবে ১০-১১ জুন ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ অনুষ্ঠিত হচ্ছে।  

অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনখাতে সহযোগিতা বাড়বে। মন্ত্রী ১২ জুন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগদান করবেন।

বাণিজ্যমন্ত্রী চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১৩ জুন তিনি দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।