ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণের তিন পণ্য পেলো বিএসটিআই’র ছাড়পত্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
প্রাণের তিন পণ্য পেলো বিএসটিআই’র ছাড়পত্র ছাড়পত্র পাওয়া প্রাণের ৩ পণ্য

ঢাকা: প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই মানসম্পন্ন বলে জানিয়েছে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

সম্প্রতি চিঠির মাধ্যমে প্রাণ অ্যাগ্রো লিমিটেডকে এ তথ্য জানায় বিএসটিআই।  

ফলে প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রয় ও বিপণনে কোনো বাধা থাকলো না।

আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় মান পরীক্ষা করলে প্রাণের এ তিনটি পণ্য উত্তীর্ণ হয়।

এর আগে ২৩ মে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।

তখন তাদের জানানো হয়েছিল, এ ৫২টির মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারজাত করতে চায়, তাহলে বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষা করাতে হবে। মান পরীক্ষায় উত্তীর্ণের পর বিএসটিআই অনুমতি দিলে তা বাজারজাত করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এইচএডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।