বুধবার (১৯ জুন) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোপূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ব্যাংকিং ডিভিশনের রিলেশনশিপ ও স্ট্রাকচারর্ড ফাইনান্স ইউনিটের প্রধান ছিলেন।
ফায়সাল রহমান ১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকল ইন্দোসুয়েজে (Credit Agricole Indosuez) তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন। যেখানে তিনি বহুজাতিক কোম্পানি এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও পাবলিক সেক্টরের গ্রাহকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। এছাড়া স্ট্র্যাটেজিক বিজনেস ডেভলপমেন্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইস্ট স্ট্রাউডসবার্গ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন ফায়সাল রহমান। এছাড়া তিনি বিশ্বখ্যাত যুক্তরাজ্যভিত্তিক ওমেগা প্রদত্ত ক্রেডিট প্রফেশনাল।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
ওএইচ/