ঢাকা: বাংলাদেশে অবস্থান করে অনলাইনে প্লেন ও জাহাজের টিকিট কাটার জন্য দেশ থেকে ইস্যু করা এটিএম কার্ডে টাকায় এবং বিদেশে ইস্যু করা কার্ডে ডলারে করতে হবে। তবে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য ক্রেডিট কার্ডে অনলাইনে উড়োজাহাজের টিকিট কিনতে পারবেন।
বুধবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
একইভাবে ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট থেকে বিদেশে ভ্রমণের জন্য প্লেন-জাহাজের টিকিট অনলাইন কেনার জন্য আন্তর্জাতিক কার্ড (ডেবিট–ক্রেডিট-প্রিপেইড) ব্যবহার করা যাবে।
লেনদেন প্রক্রিয়া সহজতর করার জন্য, অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে এয়ারলাইনস-শিপিং লাইন-জেনারেল সেলস এজেন্ট-ট্রাভেল এজেন্টকে বিদেশি মুদ্রায় বিক্রি করতে হবে।
অবিলম্বে নির্দেশনা কার্যকর করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসই/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।