ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ১০ দেশের নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৯
আইসিসিবিতে ১০ দেশের নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের মেলা প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১০টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক নির্মাণসামগ্রী, মেশিনারি ও গৃহসজ্জা পণ্যের মেলা।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আ ন ম এনায়েত উল্লাহ, ফার্নিচার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান মো. আবু ইউসুফ, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ শামীম আখতার, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান, ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেম আনভেশি, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে ও ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূইঁয়া প্রমুখ।

প্রদর্শনীতে নির্মাণ অবকাঠামো, কাঠ এবং আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য বাংলাদেশি ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে তুলে ধরা হবে।  

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুল নকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন হলে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিল্ডকন-২০১৯’ ও ‘জেট প্রেজেন্টস বাংলাদেশ উড-২০১৯’ প্রদর্শনীর পঞ্চম আসর যৌথভাবে আয়োজন করেছে ভারতের আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড।  

এ দুই প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, অস্ট্রিয়া, মালয়েশিয়া ও ইতালির ২৫০টি প্রতিষ্ঠান তিন হাজারেরও বেশি পণ্য তুলে ধরছে। স্টলে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইক্যুইপমেন্ট, মেশিনারি প্রযুক্তি, কাঠ ও আসবাবপত্র শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাডহেসিভসহ অন্য পণ্য রয়েছে।  

আয়োজকরা জানান, বাংলাদেশের নির্মাণ ও আসবাব শিল্পকে আরও আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে সক্ষম করতেই এ প্রদর্শনীর  আয়োজন। একইসঙ্গে, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে স্থানীয় শিল্পের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এ প্রদর্শনীর আরেকটি উদ্দেশ্য। এছাড়াও, বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণে বিশ্বমানের আসবাব তৈরি হচ্ছে, যা বিদেশিদের কাছে বিশেষভাবে তুলে ধরা হবে।  

বাংলাদেশ উড ২০১৯-এ ব্রাশ অ্যান্ড রোলারস, অ্যাকসেসরিজ, ক্যারিব্রেটিং অ্যান্ড সেন্ডিং মেশিন, এক্সটেরিয়র ক্ল্যাডিং, কাউন্টারটপ কমপ্যাক্ট, স্যান্ডউইচ কমপ্যাক্ট, ল্যাবরেটরি গ্রেড, রেস্টরুম কিউবিকলস ডেকরেডিভ প্যানেলস, প্রি-ল্যামিনেটেড বোর্ডস, ডিজাইন ল্যামিনেটেড শিটস, ডোর ফিটিংস, ডোর স্কিন, ফাসেনারস, ফার্নিচার ফিটিংস, হাই-প্রেশার লেমিনেটস, লেগস, লক, টেবল ইক্যুইপমেন্টস, ওয়্যারড্রোব অ্যাকসেসরিজ, কানেক্টরস, প্রোফাইল, কিচেন অ্যাকসেসরিজ, প্লাইউড, টিম্বার, রেসিনস ইত্যাদিসহ এ শিল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় উপকরণ থাকবে।  

বাংলাদেশ বিল্ডকন ২০১৯-এ এসিপি, আর্কিটেকচারাল গ্যাস, অ্যাসফল্ট মিক্স প্ল্যান্টস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাথরুম ফিটিংস অ্যান্ড অ্যাকসেসরিজ, বিল্ডিং স্ট্রেন্দেনিং সিস্টেম, সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্টিং ইন্সট্রুমেন্টস, কোল মাইনিং রক বোল্টস, কম্পেকশন মেশিন, কংক্রিট অ্যান্ড বিটুমিন টেস্টিং ইক্যুইপমেন্টস, টাই অ্যান্ড কল রডস, ওয়েজ এয়েল্ডিং টেকনোলজিসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় অ্যাকসেসরিজ রাখা হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী শেষ হবে আগামী ২২ জুন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
টিএম/এইচএডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।