ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গফরগাঁওয়ে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, জুন ২৫, ২০১৯
গফরগাঁওয়ে বসুন্ধরা সিমেন্টের হালখাতা গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো বসুন্ধরা সিমেন্টের হালখাতা, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পৌর শহরের শিলাসী আব্দুল কাদের কমিউনিটি সেন্টারে এ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় পরিবেশক মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্স। এতে প্রায় ৭ শতাধিক রিটেইলার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ঢাকা উইং এর এজিএম (সেলস) মো. পলাশ আক্তার।

আলহাজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম মো. আশিকুর রহমান (ব্র্যান্ড), ময়মনসিংহ ডিভিশন ম্যানেজার আতিকুর রহমান, মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুর রউফ।

অনুষ্ঠানে গফরগাঁও উপজেলায় কর্মরত বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।