ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে নগরের নবগ্রাম রোড, সোনামিয়ার পুল, যুবক হাউজিং এবং বটতলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ এ অভিযান পরিচালনা করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ইলেক্ট্রনিক্স, মুদি মনোহরি, ওয়ার্কশপ ও ভ্যারাইটিজ স্টোরসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।