ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে চামড়া শিল্পের মেলায় দর্শনার্থীর ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আইসিসিবিতে চামড়া শিল্পের মেলায় দর্শনার্থীর ভিড় মেলায় উপস্থিত দর্শনার্থীরা স্টল ঘূরে পণ্য দেখছেন

ঢাকা: বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প চামড়া। এ শিল্পের প্রধান কাঁচামাল চামড়াও এদেশেরই। গুণেমানে এটি বিশ্বের শীর্ষস্থানীয় চামড়া হলেও প্রচারের অভাবে বিকাশ হচ্ছে না। তাই বিদেশিদের কাছে এ শিল্প তুলে ধরতে ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার, প্রিন্ট টেক বাংলাদেশ এবং গার্টেক্স-বাংলাদেশ এক্সপো’র আয়োজন করেছে লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৮ জুন) দ্বিতীয় দিনের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে চলছে এ প্রদর্শনী। ছুটির দিন হওয়ায় বিকেলে মেলায় বাংলাদেশি উদ্যাক্তা ও সাধারণ ক্রেতারা ভিড় করেছেন।

প্রদর্শনীতে শুধু দেশীয় প্রতিষ্ঠান নয়, বিশ্বের ১৩টি দেশের দুইশর বেশি পণ্য নিয়ে ৩৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, এসব স্টলে রয়েছে গার্মেন্টস টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, নন-উইভেন টেকনোলজি, এক্সেসরিজ মেকিং মেশিনারি, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইক্যুপমেন্ট, লেদার অ্যান্ড ফুটওয়্যার, লেদার অ্যান্ড লেদার গুডস, কেমিক্যালস অ্যান্ড এক্সেসরিজসহ বিভিন্ন সামগ্রী। চামড়ার জুতা, ব্যাগসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রও মিলছে। এসব পণ্য দেখতে ও কিনতে আসছেন দর্শনার্থীরা।  

বাংলাদেশি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, চামড়া শিল্পের প্রধান কাঁচামাল চামড়া বাংলাদেশেরই। গুণেমানে এটি বিশ্বের শীর্ষস্থানীয় একটি চামড়া। যার সিংহভাগ কাঁচাচামড়া হিসেবেই রপ্তানি হয় বিদেশে। অথচ এই চামড়ার বাই-প্রোডাক্ট যেমন জুতা, ব্যাগ, গার্মেন্ট, অন্যান্য লেদার পণ্য বাংলাদেশে তৈরি করা গেলে এবং তা বিদেশে রফতানি করা হলে চামড়াখাতের কলেবর বৃদ্ধি পাবে বহুগুণে। এটি বাংলাদেশের স্থায়ী একটি শিল্প হিসেবে জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।  

চীনের ঝিনঝিয়াং নাম্বার ওয়ান কোম্পানির এক্সিকিউটিভ পাম থি ভিনহ বলেন, আমাদের পণ্যগুলো এ দেশের ক্রেতা-ব্যবসায়ীর কাছে তুলে ধরছি। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি, ভালো সাড়া মিলছে।  

তাসফিয়াহ হক নামের এক দর্শনার্থী বলেন, চামড়ার পণ্য জুতা ও ব্যাগের কোয়ালিটি ভালো লাগলো। আশা করি এ দুটি পণ্য কিনবো।  

প্রদর্শনী চলবে শনিবার (২৯ জুন) পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে এ প্রদর্শনী।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।