ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে দুই মডেলের মোটরসাইকেল আনলো বিএইচএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
বাজারে দুই মডেলের মোটরসাইকেল আনলো বিএইচএল দুই মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে বিএইচএল। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাজারে এনেছে প্রিমিয়াম স্পোর্টস ১৫০সিসির মোটরসাইকেল সিবিআর ১৫০আর ও ১২৫সিসি ক্যাটাগরির স্থানীয়ভাবে তৈরি মডেল সিবি শাইন এসপি।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের (এবিএস) সিবিআর ১৫০আর নিশ্চিত করবে লক প্রতিরোধী আরও স্থিতিশীল ব্রেকিং।

এছাড়াও এতে আছে পিজিএম-এফআই প্রযুক্তির ডিওএইচসি-৬ স্পিড ইঞ্জিন। অন্যদিকে সিবি শাইন এসপিতে রয়েছে ফাইভ-স্পিড গিয়ার-বক্স। ফলে এ মোটরসাইকেল বেশি গতিতেও দেবে নির্বিঘ্ন রাইড।

৮ জুলাই থেকে যেকোনো হোন্ডা ডিলারের কাছে এবিএস ব্রেকিংসহ সিবিআর ১৫০আর রেপসল মোটোজিপি এডিশন খুচরা মূল্য ভ্যাটসহ ৪ লাখ ৮০ হাজার টাকায় পাওয়া যাবে। আর ম্যাট ব্ল্যাকের (ডাবল ডিস্ক) দাম ভ্যাটসহ ৪ লাখ ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিবি শাইন এসপি ১২৫-এর খুচরা মূল্য ভ্যাটসহ ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।