ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে গৃহস্থালি পণ্যের মেলায় ভিড়  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
আইসিসিবিতে গৃহস্থালি পণ্যের মেলায় ভিড়   ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গৃহস্থালি পণ্যের মেলা

ঢাকা: গৃহস্থালি ও গৃহসজ্জার কোয়ালিটি পণ্য কিনতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলায় ভিড় করেছেন দর্শনার্থীরা। 

শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে মেলা জমতে শুরু করে।

মেলায় পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স, মর্ডান কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট ও ওয়াল কভারিং, এইচভিএসিআর, গ্লাস, ডোমেস্টিক ওয়াটার সলিউশন ও প্লাস্টিক হাউসহোল্ড পণ্য।

 

আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০টিরও বেশি স্টল অংশ নিয়েছে।  

মেলায় রয়েছে সনি, বাটারফ্লাইসহ নামকরা সব ব্র্যান্ডের স্টল।  

সনি ইলেকট্রনিকসের এক্সিকিউটিভ ফাহিম হাসান বাংলানিউজকে বলেন, মেলায় সনির টিভি-ফ্রিজসহ বিভিন্ন পণ্য রয়েছে। ভালো সাড়া মিলছে।  

মেলায় আগত দর্শনার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, মেলায় পণ্য কিনতে এলাম। এখানে নামি দামি ব্র্যান্ডের আসল পণ্য পাওয়া যাচ্ছে।  

মেলা চলবে শনিবার (১৩ জুলাই) পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।