রোববার (১৪ জুলাই) সকালে লক্ষ্মীপুর শহরের প্রধান সবজির হাট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকায়। টমেটো ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা।
গেল সপ্তাহে এসব সজির দাম ছিল ১০ থেকে ২০ টাকা কমে। এছাড়াও কলমিশাক, পাটশাক, পুঁইশাকের দামও আটি প্রতি বেড়েছে ৫ টাকা। তবে মিষ্টি কুমড়া, কচুরছড়া, পেঁপে ও লেবুর দাম কিছুটা কমেছে।
লক্ষ্মীপুর সবজি বাজারের ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কমেছে। সবজির ক্ষেতে পানি জমি থাকায় গাছ মরে যাচ্ছে।
এছাড়া বৃষ্টির কারণে অন্য জেলা থেকে সরবরাহ কমেছে, পরিবহন ভাড়া বেড়েছে, যে কারণে বাজারে গত সপ্তাহের ছেড়ে সবজির দাম বেশি। বৃষ্টি কমলে ও সরবরাহ ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ দাম কমবে বলে জানান তারা।
ক্রেতাদের অভিযোগ, দাম ৫ টাকা বাড়লে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এতে নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হয়।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআর/আরবি/