সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নাভারনের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
এ সময় কর্মশালায় উপস্থিত রাজমিস্ত্রিদের ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বসুন্ধরা সিমেন্টের গুণগত মান সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের এজিএম সেলস সাউথ উইং মো. জিয়ারুল ইসলাম, খুলনা বিভাগের দায়িত্বরত ডিএসআই মো. হাফিজুর রহমান।
এছাড়া এরিয়া সেলস ম্যানেজার (যশোর) মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এনটি