ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ড. সেলিমের বাজেট বক্তৃতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ইসলামী ব্যাংকের ড. সেলিমের বাজেট বক্তৃতা বক্তব্য রাখছেন ড. মো. সেলিম উদ্দিন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ‘ন্যাশনাল বাজেট ২০১৯-২০: এইচআরডি পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন।

মঙ্গলবার (১৬ জুলাই) ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়েছে, রাজধানীর হোটেল ট্রাপিক্যাল ডেইজিতে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।


 
‘ন্যাশনাল বাজেট ২০১৯-২০: এইচআরডি পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
 
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।