বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে মৎস অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
রাসিক মেয়র বলেন, মাছ উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশ। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
মেয়র বলেন, বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা বিজয় করেছে। এরমাধ্যমে সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনা আছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আমির জাফর, মৎস্য অধিদফতরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার। আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী উপ-পরিচালক সামসুল হক, রাজশাহী মহানগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. সোলায়মান, বাণিজ্যিক মৎস্যচাষী সোহরাব আলী প্রমুখ।
অনুষ্ঠানে মাছ চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মাছ ব্যবসায়ী ও চাষিরা।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়খানার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এরআগে মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে সকালে রাসিক মেয়রের নেতৃত্বে জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একট বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসএস/ওএইচ/