সোমবার (২২ জুলাই) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স’র মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নীতিমালা ঘোষণা করা হবে।
কৃষি ও পল্লী ঋণের চাহিদার কথা বিবেচনায় রেখে ২০১৮-১৯ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৮০০ কোটি টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত বাংকগুলোর স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট ঋণ ও অগ্রিমের ২ শতাংশ হারে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসই/এসএ