বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় দেশের উত্তর, উত্তর-পূর্ব, উপকূলীয় অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মধ্যে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, সহজে বহনযোগ্য রান্নার কেরোসিনচালিত চুলা, সৌরবিদ্যুৎচালিত বাতি, ২০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল) সহায়তা দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসই/জেডএস