বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৬০ জন রাজমিস্ত্রি অংশ গ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা, সফলতা এবং এ সিমেন্টের উপর তাদের নির্ভরতার কথা তুলে ধরেন।
কর্মশালায় স্থাপন নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন বিল্ডিং ডেভেলপমেন্ট কনসালটেন্ট প্রকৌশলী মো. কাফিল উদ্দিন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহকারী প্রকৌশলী শ্যামল কুমার বিশ্বাস।
কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকৌশলী মাহবুবুর রহমান ও প্রকৌশলী মারুফ বিল্লাহ। কর্মশালায় বক্তারা বলেন, ধারাবাহিক গুণগতমান বজায় রাখার কারণে বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতুর এপ্রোজ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেট এক্সপ্রেস ওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালসি ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেলসেতু প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো অনেক বড় বড় প্রকল্প ও স্থাপনায় ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট চট্টগ্রাম উইংয়ের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী খাঁন, চট্টগ্রাম ডিভিশনের ডিএসএম এসএম মামুন চৌধুরী, চট্টগ্রাম ইস্ট এর এসএসএম মো. মাইনুল রশিদ আখন্দসহ অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই, ২৪, ২০১৯
এসবি/আরআইএস/