সে ধারাবাহিকতায় শনিবার (২৭ জুলাই) বিকেলে চাঁদপুরের একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দারাজ ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে দারাজের কর্মকর্তারা মুখোমুখি হন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন দারাজ বাংলাদেশের মার্কেটিং হেড আবরার হোসাইন।
বক্তব্য রাখেন হেড অব অফলাইন সেলস জুবায়ের সিদ্দিক, হেড অব রিজিওনাল কমার্শিয়াল মনজুর আলম প্রমুখ।
আলোচনায় হয় দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসিসহ উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, দারাজের গ্রাহকদের সঙ্গে এ ধরনের মুখোমুখি ‘ফ্যান মিট’ পর্যায়ক্রমে দেশের সব জেলায় করার পরিকল্পনা রয়েছে। যেখানে আলোচনার মাধ্যমে উঠে আসবে দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান।
এ উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় হবে। সামগ্রিকভাবে এ উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরও বিকশিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস