ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন মুদ্রানীতি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
নতুন মুদ্রানীতি ঘোষণা

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির। 

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন তিনি।  

ফজলে কবির বলেন, ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতিতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ।

২০২০ সালের জুন পর্যন্ত ১৪ দশমিক ৮০শতাংশ ধরা হয়েছে।  

তিনি বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পাবলিক সেক্টরে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫ দশমিক ২০ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।  

‘একই সময়ে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বর পর‌্যন্ত অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে  ১৪ দশমিক ৫০ শতাংশ। ২০২০ সালেল জুন পর্যন্ত ধরা হয়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ। ’

তিনি বলেন, চলতি অর্থবছরে খেলাপি ঋণ আরও কমিয়ে আনা এবং নতুন করে যাতে কোনো ঋণ খেলাপি না হয় সেজন্য  মুদ্রানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘উচ্চ প্রবৃদ্ধি অর্জনে নতুন বিনিয়োগ জোরদার করার জন্য টাকার প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক হার  বজায় রাখার পদক্ষেপ অব্যাহত থাকবে। ’

গর্ভনর বলেন, নতুন অর্থবছরে মুদ্রানীতি কর্মসূচির উদ্দীষ্টগুলো অর্জনে অভ্যন্তরীণ ও বৈদেশিক  থেকে ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করছে। মূল্যস্ফীতি লক্ষ্যসীমায় পরিমিত রাখার ক্ষেত্রে অভ্যন্তরীণ ঝুঁকিগুলোর মধ্যে নতুন ভ্যাট আইন প্রয়োগের সুত্রে ভোক্তা মূল্যস্ফীতির উপর সম্ভাব্য প্রভাব এবং বন্যাজনিত ফসিলহানির কারণে  মুল্যস্ফীতির খাদ্যমূল্য অংশের উপর সম্ভাব্য নতুন চাপ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালেক কাজেমী, উপদেষ্টা এসকে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, ডেপুটি গর্ভনর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামালসহ মহাব্যস্থাপকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসই/এমএ/             

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।