ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করতে পারবে টিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করতে পারবে টিসিবি মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক

ঢাকা: নিত্যপণ্যের দাম বাড়লে অনুমোদন ছাড়াই পণ্য সংগ্রহ করে নায্যমূল্যে বিক্রি করতে পারবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারের ঘাটতি পূরণে জাতীয় গুরুত্বপূর্ণ নিত্যপণ্য ক্রয়ে এ অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এতোদিন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) পণ্য কিনতে হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হতো।

এখন থেকে তার আর প্রয়োজন হবে না। পণ্য কেনার অনুমতির জন্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আসতে সময় লেগে যাবে এক মাস। কারণ এ কমিটির বৈঠক হয় সপ্তাহে একদিন। এজন্য টিসিবি কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরাই প্রয়োজনে এসব পণ্য কিনতে পারবে।

তিনি বলেন, জাতীয়ভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস যেমন- পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য পণ্যের দাম যেকোনো সময় বেড়ে যেতে পারে। হাঠাৎ করে যেসব পণ্যের দাম বাড়বে সেটা টিসিবি যেখানেই পাক সেখান থেকেই কিনে চাহিদা মেটাতে পারবে। অনেক সময় বন্যার কারণে কিছু পণ্যের সরবরাহ কমে যায়। তখন এসব পণ্য হয় আমদানি করতে হয় বা অন্যভাবে সংগ্রহ করতে হয়। তাৎক্ষণিকভাবে যেন চাহিদা মেটানো যায়, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত কোনো আইন পরিবর্তন করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইন পরিবর্তনের প্রয়োজন হবে না। এতোদিন শুধু চিনি, ডাল, ভোজ্যতেল, ছোলা আর খেজুর নায্যমূল্যে বিক্রি করতো সংস্থাটি। তাও এসব পণ্য সংগ্রহে কমিটির অনুমোদনের প্রয়োজন হতো। কেনাকাটায় কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই। তবে এখন থেকে এর জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হবে না।

এদিকে গত ২৮ জুলাই থেকে ঢাকাসহ সারাদেশে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রি বিক্রি শুরু করে টিসিবি। কিন্তু অনুমতি না থাকায় সংস্থাটি পেঁয়াজ, রসুন ও আদা বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি। এখন এসব পণ্য বিক্রিতেও আর সমস্যা থাকছে না।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।