রোববার (১১ আগস্ট) থেকে ১৬ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া আমাদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কাযক্রম বন্ধ রাখা হবে।
তবে এ সময়ে দু’দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচ