ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে ওয়ান ব্যাংকের এটিএম ও ব্যাংকিং বুথ চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
বেনাপোল বন্দরে ওয়ান ব্যাংকের এটিএম ও ব্যাংকিং বুথ চালু ব্যাংকিং বুথ ও এটিএম বুথ চালু।

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে এটিএম বুথসহ ব্যাংকিং বুথের কার্যক্রম শুরু করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে ১৯ সেপ্টেম্বর ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম ব্যাংকিং বুথ এবং এটিএম বুথের শুভ উদ্বোধন করেন।

এ ব্যাংকিং বুথের মাধ্যমে বন্দর ব্যবহারকারী, বন্দরের মাধ্যমে যাতায়াতকারী এবং অত্র এলাকার সর্বসাধারণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়, পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্টসহ সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শারসা, যশোরের সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, বেনাপোল স্থল বন্দর এর উপ-পরিচালক (প্রশাসন) আবদুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারসহ ওয়ান ব্যাংকের এবং বেনাপোল স্থল বন্দরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।