ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সাপ্লাই চেইন অ্যাওয়ার্ড’ দেবে আইপিডিসি-বিএসসিএমএস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
‘সাপ্লাই চেইন অ্যাওয়ার্ড’ দেবে আইপিডিসি-বিএসসিএমএস

ঢাকা: ২০১৮ সালে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় পেশাজীবীদের ‘সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)।

২০১৮ সালে দেশের ম্যানুফ্যাকচারিং সার্ভিস অর্গানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০১৯ উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নেসলে বাংলাদেশের ডিরেক্টর অফ করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট নকীব খান, আইপিডিসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো ভিন্ন ভিন্ন ১১টি ক্যাটাগরিতে বিএসসিইএ ২০১৯ অ্যাওয়ার্ড দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো- সাপ্লাই চেইন কলাবরেশন অ্যান্ড পার্টনারিং,  সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স, সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, ওয়্যারহাউজিং ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস, টেকনোলজি অ্যাজ সাপ্লাই চেইন এনেবলার,  সাপ্লাই চেইন সাসটেইনেবিলিটি, ইয়াং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অফ দ্যা ইয়ার।

তিনি বলেন, সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এর জন্য সম্মানিত বিচারক প্যানেল ২৫ টি সেরা অর্জন (এরমধ্যে সাতটি ব্যক্তিগত, নয়টি স্থানীয় ও নয়টি এমএনসি অর্গানাইজেশন) বাছাই করবেন। অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন। এছাড়া বিজয়ীদের মধ্যে পাঁচজনকে আইএসসিইএ সার্টিফিকেশন দেওয়া হবে। কেসসহ নমিনেশন জমা দেওয়ার শেষ সময় ২৪ অক্টোবর। আগামী ২৮ নভেম্বর  সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।

মমিনুল ইসলাম বলেন, গতবছরের অভূতপূর্ব সাফল্যের পর এবছর সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কাজ, অভিজ্ঞতা এবং সম্পদের যথোপযুক্ত ব্যবহারের জন্য পারস্পারিক লাভজনক বন্ধুত্বের প্রতি আমরা সব সময় আস্থা রেখেছি।

তিনি বলেন, আইপিডিসি বিশ্বাস করে সহযোগিতার অপর নাম নতুন উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টরের সেরাটা বের করে আনার লক্ষ্যে সহযোগিতা বাড়াতে ফের এমন একটি উদ্যোগ দেওয়া হয়েছে।

নকীব খান বলেন, ব্যবসার সাফল্য, জোর প্রতিযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ এসবই সাপ্লাই চেইনের কার্যকারিতার সঙ্গে সম্পৃক্ত। বিএসসিইএ ২০১৯ বাংলাদেশের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করা ইন্ডাস্ট্রিগুলোতে সাপ্লাই চেইন বিষয়ে অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়া একটি বৃহৎ উদ্যোগ।

তিনি বলেন, এ উদ্যোগ আমাদের ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্নপূরণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

এজাজুর রহমান বলেন, প্রতিযোগিতা ও গ্রাহকদের সন্তুষ্টি বাড়াতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময় একটি ফার্মের সাফল্য অর্জনের ক্ষেত্রে সাপ্লাই চেইনের ভূমিকা অপরিহার্য।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯ 
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।