ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে দারাজের ‘ফ্যান মিট’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
বাগেরহাটে দারাজের ‘ফ্যান মিট’ বাগেরহাটে দারাজের ‘ফ্যান মিট’।

ঢাকা: দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বাগেরহাটে ‘দারাজ ফ্যান ক্লাব’ আয়োজন করেছে ‘ফ্যান মিট’।

রোববার (২৯ সেপ্টেম্বর)  দারাজ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাগেরহাটের ক্যাসেল আশারা হোটেলে প্রথমবারের মতো ‘দারাজ ফ্যান ক্লাবে’র উদ্যোগে আয়োজন করা হয় ‘ফ্যানমিট’।

এতে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। দারাজ ফ্যান মিট কার্যক্রমটি ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি জেলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের হেড অফ অফলাইন সেলস মো. জুবায়ের সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা।
   
দারাজের গ্রাহকদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল- দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি।

আশা করা যাচ্ছে, এ উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশের জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।