ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির ১০ বছর পূর্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির ১০ বছর পূর্তি

ঢাকা: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেডের ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির (ইউকে) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির (ইউকে) প্রধান নির্বাহী জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বশির উদ্দিন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস এম জাকারিয়া হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং রেডব্রিজের কাউন্সিলর জামাল উদ্দিন।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দাবির পরিপ্রক্ষিতে দেশে পাঠানো রেমিট্যান্সে দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে ফলপ্রসু করতে এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, গত ১০ বছর আমাদের আন্তরিক সেবা দেওয়ার মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত বাঙালিদের রেমিট্যান্স পাঠানোর পথকে আরও সহজ করে দিয়েছি । ১০ বছরে যুক্তরাজ্যের বাঙালিরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ।

বাংলাদেশ সশয়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।