মঙ্গলবার (০১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই চুক্তিতে সই করেন।
এই ঋণে ঢাকা-খুলনার নগর ও নগর সংলগ্ন এলাকার অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা ও খুলনা বিভাগের তিনটি সিটি করপোরেশন, ১৪টি পৌরসভা ও তিনটি উপজেলার ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১৫৩ কিলোমিটার ড্রেন উন্নয়ন, এক হাজার ৭২২ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হবে।
ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, এডিবি শুধু অবকাঠামোখাতেই নয়, দেশের সামাজিকখাতের উন্নয়নেও অনেক সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় শহরগুলোর মানুষের জীবনমানের উন্নয়ন করা হবে। শহরগুলোতে সড়ক ও ড্রেনেজ সিস্টেম উন্নত করা হবে। আর দেশের উন্নয়ন ধরে রাখতে ঢাকা ও খুলনা শহর অন্যতম ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমআইএস/টিএ