ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
খুলনায় ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা

খুলনা: খুলনায় পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজার ও খুচরা সন্ধ্যাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চার ব্যবসায়ীকে অধিক মুনাফা লাভের অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পেঁয়াজের বাজারে চলমান অস্থিতিশীলতা দূর করতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মো ইউসুপ আলীর নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও সেটু কুমার বড়ুয়া।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনা মহানগরে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় ক্রেতা সাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।