বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজার ও খুচরা সন্ধ্যাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চার ব্যবসায়ীকে অধিক মুনাফা লাভের অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও সেটু কুমার বড়ুয়া।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনা মহানগরে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় ক্রেতা সাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমআরএম/ওএইচ/