বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এর আগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে নগরেরর নতুন বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বাংলানিউজকে জানান, নগরের বটতলা চৌমাথা এলাকার ‘বনফুল’ মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি পাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় নগরের নতুন বাজার পরিদর্শক করা হয়।
অভিযানে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ ও র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ, বিসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক ও থানা এবং র্যাবের দু’টি টিম সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/ওএইচ/