বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের আড়তদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী বাংলানিউজকে জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়া নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুই ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/ওএইচ/